• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সংখ্যালঘুর জানমাল উপাসনালয়সহ রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় মসজিদের বয়ান 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৭ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:০১ পিএম
সংখ্যালঘুর জানমাল উপাসনালয়সহ
রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় মসজিদের বয়ান 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর উদ্যোগে সকাল ৭ টায় ময়মনসিংহ কাচারী নূর মসজিদে ইমাম ও উলামা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতৃবৃন্দ আহবান জানান, ছাত্র-জনতার অবিস্মরণীয় বিজয়ের পর দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ইমামদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।  সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও উপাসনালয়ের সুরক্ষাসহ রাষ্ট্রীয় স্থাপনা ও সম্পদের হেফাজত করার জন্য আন্তরিকভাবে দায়িত্ব পালন করার অনুরোধ জানান হয়। সেইসাথে ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কারো জান মালের ওপর আক্রমণ করা হতে বিরত থাকার জন্য মসজিদের মিম্বর হতে বয়ান করার জন্য ইমাম সাহেবদেরকে পরামর্শ দেয়া হয়।

এছাড়াও বৈঠকে বিগত ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারীদের জন্য দোয়া, আহতদের দ্রুত আরোগ্য ও জাতির প্রতি দিকনির্দেশনা প্রদানের লক্ষে বৃহস্পতিবার (০৮ আগষ্ট)  বাদ আসর ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে শুকরিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠানের ঘোষণা এবং তাতে অংশগ্রহণের জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানানো হয়।

বৈঠকে মজলিশে আমেলার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 এছাড়াও ইত্তেফাকুল উলামার উদ্যোগে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার জন্য আনসার পুলিশকে সহযোগিতা করে শহরে চরপাড়া ও ব্রিজ মোড় এলাকায় অনেক স্বেচ্ছাসেবী দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর স্বেচ্ছাসেবক টিম। পথচারী ও বিভিন্ন যানবাহনের ড্রাইভাররা অত্যন্ত আন্তরিকতার সাথে তা গ্রহণ করেন এবং আমাদেরকে নানান উৎসাহ মূলক কথার মাধ্যমে মোবারকবাদ জানান। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image