• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:১৭ পিএম
আখাউড়া স্থলবন্দর দিয়ে
যাত্রী পারাপার বন্ধ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিঃ ইমিগ্রেশনে সার্ভার জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় যাত্রী পারাপার বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৬ টা থেকে যাত্রী পারাপার বন্ধ। সর্বশেষ তথ্য অনুযায়ী সার্ভার জটিলতায় স্থলবন্দর ইমিগ্রেশনে প্রায় ৩৫০ যাত্রী আটকা পড়েছে।

আখাউড়া স্থলবন্দর বন্দর ইমিগ্রেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসান মাহমুদ বলেন, ভোর ৬ টার দিকে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের কাজ শুরু হওয়ার ৫ মিনিট পর যাত্রী পারাপার করা হয়েছে। এরপরই সার্ভার জটিলতা দেখা দেয়। বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীরা ইমিগ্রেশন করতে না পাড়ায় আটকা পড়েছেন । এদিকে ভারতের আগরতলায় স্থলবন্দরে ইমিগ্রেশন শেষে বাংলাদেশে আসলেও, আখাউড়া বন্দরে ইমিগ্রেশন করতে না পাড়ায় যাত্রীরা আটকা পড়েছেন।

তিনি আরও বলেন, ইমিগ্রেশন সার্ভারের বিষয়টি ঢাকা থেকে নিয়ন্ত্রণ করে থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কর্তৃপক্ষ সমস্যা সমাধানে ঢাকায় যোগাযোগ করছেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image