
গৌরীপুর প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন ব্যক্তিকে কারাদন্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিনের নেতৃত্বে একটি টিম গৌরীপুর অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা ও ০.৫ গ্রাম হেরোইন সহ তিন ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দন্ড দেয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (৩৫) ১৮ মাস কারাদÐ ও ৩ হাজার টাকা জরিমানা, চুড়ালি গ্রামের মোচন মিয়ার ছেলে মোঃ সোহাগ (৪০) ৩ মাস কারাদÐ ও ১ হাজার টাকা জরিমানা ও নন্দীগ্রামের হারুন অর রশীদের ছেলে মোঃ সুমন (২৫) ৩ মাস কারাদÐ ও ১ হাজার টাকা জরিমানা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন দÐপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকানিউজ২৪.কম / শফিকুল ইসলাম মিন্টু/কেএন
আপনার মতামত লিখুন: