• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঢাকা-দিল্লি নিয়মিত বৈঠক আবারও চালুর উদ্যোগ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:০১ পিএম
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একত্রে কাজ করা
বাংলাদেশ ভারত এর পতাকা

নিউজ ডেস্ক:  বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে রয়েছে একশ’র বেশি চুক্তি ও সমঝোতা। এ ছাড়া প্রতিবছর পররাষ্ট্র, বাণিজ্য, স্বরাষ্ট্র, পানিসম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যকার বৈঠক রয়েছে। 

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বৈঠকগুলো বন্ধ রয়েছে। দুই দেশের নিয়মিত বৈঠক আবারও চালু করতে চায় ঢাকা ও দিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এ সময় বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে তারা আলোচনা করেন। সেই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একত্রে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জাতিসংঘের সাইডলাইনে বৈঠক প্রসঙ্গ নিয়ে দু’জনই আলোচনা করেন। এ ছাড়া বাণিজ্য, বিভিন্ন প্রকল্প, যোগাযোগ এবং নিয়মিত ভিসা প্রক্রিয়া চালু করার বিষয়ে উপদেষ্টা ও হাইকমিশনার আলোচনা করেন।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image