• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বন্ধ গণমাধ্যম খুলে দেবার আহবান পুরান ঢাকা সাংবাদিক ফোরামের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৩২ এএম
সংগঠন
পুরান ঢাকা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ

সুমন দত্ত: দেশের বন্ধ হওয়া গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছে পুরান ঢাকা সাংবাদিক ফোরাম (পিডিএসএফ)। পুরান ঢাকার পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন পিডিএসএফ এ দাবি জানান। গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনতে বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানান তারা।

বুধবার (৭ আগষ্ট) বিকেলে সংগঠনের জরুরি সভায় নতুন সরকারের কাছে এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জাফরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মুস্তাকিম নিবিড়।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক নার্গিস জুঁই, দপ্তর সম্পাদক সৈয়দ মাহফুজুল হক মুকুল, সহ-প্রচার সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজ, আরফিন নিবিড়, জুয়েল খন্দকার, সাব্বির আহমেদ প্রমুখ। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমবিরোধী আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে।

এই আইন গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী। এসব কালাকানুন ও স্বৈরশাসনের কবলে পড়ে গণমাধ্যম এখন অস্তিত্বের সংকটে পড়েছে।

তারা বলেন, দৈনিক দিনকাল, আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ বন্ধ মিডিয়া খুলে দিতে হবে। সেই সাথে সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলেরও দাবি জানান।

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image