• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৬ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৪৯ এএম
যুদ্ধবিমান বিধ্বস্ত
ইউএস এফ-১৬

নিউজ ডেস্ক:  দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির নিকটে কটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে ইউএস এফ-১৬ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। খবর: সিএনএন’র।

ওসান বিমান ঘাঁটির নিকটে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি প্রশিক্ষণ কাজে ব্যবহার হচ্ছিল। এ অবস্থায় সেটি একটি কৃষিক্ষেত্রে বিধ্বস্ত হয়।

তবে পাইলটকে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান থেকে নিরাপদভাবে বের করা গেছে। তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার গিয়ঙ্গি প্রদেশের গভর্নর কিম ডং-ইওন টুইটারে জানিয়েছেন, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাস্থলে দায়িত্ব পালন করেছেন।

নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী পরিচালিত ওসান বিমান ঘাঁটিটি উত্তর কোরিয়ার সীমান্ত থেকে ৪০ মাইল ভেতরে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image