• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সড়কে ট্রাফিক ও পরিস্কার পরিচ্ছন্নতায় রাইট টক বাংলাদেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১০ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:৪৪ পিএম
রাইট টক বাংলাদেশ
সড়কে ট্রাফিক ও পরিস্কার পরিচ্ছন্নতা

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে বৃষ্টি রৌদ উপেক্ষা করে দেশের চলমান পরিস্থিতিতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ এর সদস্যরা। 

৭ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সড়কে ট্রাফিক দায়িত্ব পালন করার পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতা ও বাজার মনিটরিং করে এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

সরে জমিনে দেখা যায়, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক চানখারপুল মোড়, দোয়েল চত্বর, জেলখানা মোড়, চকবাজার, পল্টন ও নয়া পল্টনসহ কয়েকটি জায়গায় রাইট টক বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের ট্রাফিকের দায়িত্ব পালন করগে দেখা যায়।

এদিকে সংগঠনটির একটি টিম মিরপুর শাহ আলী থানা এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতে দেখা যায়। উসামা ইবনে দাউদের নেতৃত্বে রাইট টক এর স্বেচ্ছাসেবক টিম ও শিক্ষার্থীরা একযোগে এই পরিস্কার পরিচ্ছন্নতার কাজে যোগ দিয়ে পুরো সড়ক ও এলাকায় পড়ে থাকা ময়লার স্তুপ পরিস্কার করে।

রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ বলেন, দেশ ও সমাজ সবার জন্য, তাই এখানে সামাজিক সংগঠনগুলোর অনেক দায়িত্ব রয়েছে। তাই সেই দিকটা বিবেচনা করে এবং কোমলমতি শিক্ষার্থী ভাই বোনদের ডাকে সাড়া দিয়ে মাঠে ঘাটে সকাল সন্ধ্যা আমরা কাজ করছি। মানবিক মুল্যবোধ থেকে কাজ করা। যখন পুলিশ নেই ট্রাফিকের দায়িত্বে তখন পুরো সড়কে যানজট সৃষ্টি হয়। সেই মুহুর্তে মাথায় দায়িত্ব নিয়ে দেশের জন্য শিক্ষার্থীরা ট্রাফিক ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে। এই মহৎ কাজকে সাধুবাদ জানিয়ে রাইট টক বাংলাদেশ এর সকল সদস্যরা রাজধানীসহ সারাদেশে একযোগে ট্রাফিক দায়িত্ব ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছেন। মানবিক ও সামাজিক কাজ আমাদের অব্যাহত থাকবে বলও জানান তিনি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image