• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

উপাচার্য নিয়োগের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারকে চবি শিক্ষার্থীদের আল্টিমেটাম 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৪৩ পিএম
উপাচার্য নিয়োগের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারকে
চবি শিক্ষার্থীদের আল্টিমেটাম 

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য নিয়োগ দেয়ার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ  মিনারে অবস্থান কর্মসূচী পালনকালে এ আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ' স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর আমরা বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারের দালাল ভিসিকে পদত্যাগে বাধ্য করি। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীরা সেশনজটে পড়তে যাচ্ছে। তাই  দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিন। তাহলে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

তিনি আরও বলেন, আমরা এমন একজন ভিসি চাই, যিনি শিক্ষাবান্ধব, শিক্ষার্থীবান্ধব এবং গবেষক হবেন। আমরা এমন একজন ভিসি চাই যিনি শিক্ষার্থীদের খোঁজ খবর নিবেন, সুখ-দুঃখের সঙ্গী হবেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের হিসেবে গড়ে তুলবেন। আমরা দুই দিনের আলটিমেটাম দিলাম। এ সময়ের মধ্যে ভিসি নিয়োগ না দিলে আমরা কঠোর অবস্থানে যাবো।

উল্লেখ্য ,এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে  গত ১২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের পদত্যাগ করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image