• ঢাকা
  • শনিবার, ৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিমানের ভাড়াও বাড়ার সম্ভাবনা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১০:৫৫ এএম
জেট ফুয়েলের দাম ৭ টাকা বাড়ানো হয়েছে
biman bangladesh airlines

নিউজ ডেস্ক:  বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে। বিপিসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৭ টাকা বাড়ানো হয়েছে।

এখন প্রতি লিটার জেট ফুয়েলের দাম দাঁড়িয়েছে ৭৭ টাকা। এর ফলে বিমানের ভাড়াও বাড়ার সম্ভাবনা রয়েছ। এতে আকাশপথের যাত্রীদের গুণতে হবে অতিরিক্ত টাকা। জেট ফুয়েলের দাম বাড়ার বিষয়টি জানিয়েছেন অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্টরা। সূত্রমতে, গত ১৩ মাসে এ পর্যন্ত ১১ বার বাড়ানো হলো জেট ফুয়েলের দাম।

উল্লেখ্য, গত বছর অক্টোবরে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৪৬ টাকা। অর্থাৎ বিপিসি গত ১৩ মাসে এর দাম ৬৭ শতাংশ বাড়িয়েছে। ডিসেম্বরে প্রতি লিটারের দাম ছিল ৪৮ টাকা, জানুয়ারিতে হয় ৫৩ টাকা, ফেব্রুয়ারিতে ৫৫ টাকা, মার্চে ৬০ টাকা, এপ্রিলে ছিল ৬১ টাকা। তবে মে মাসে লিটারে এক টাকা দাম কমানো হয়েছিল। জুনে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়ে হয় ৬৩ টাকা, জুলাইয়ে ৬৬ টাকা, আগস্টে ৬৭ টাকা এবং এ বছরের অক্টোবরে দাঁড়ায় ৭০ টাকায়।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image