
সুমন দত্ত: আমেরিকার মতো গলা টিপে মানুষ হত্যা করেনি বাংলাদেশের কোনো বাহিনী। তারা অন্যের মানবাধিকার দেখে, নিজেদের টা দেখে না।
রবিবার (১২ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ পিআইবি সম্মেলন কক্ষে মা ও শিশু গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে কোনো কথা বার্তা না বলে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে র্যাব পুলিশের কয়েকজন কর্মকর্তা কে তাদের দেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমেরিকা বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ। এ ঘটনায় সম্পর্কের কোনো অবনতি হবে না।
এছাড়া এ ঘটনার তাৎক্ষনিক প্রতিবাদ জানিয়েছে আমাদের পররাষ্ট্র দফতর। এর আগে এমন ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই।
তিনি আরো বলেন, আমেরিকার ট্রাম্প প্রশাসন মানবাধিকার হরণ কারি অভিবাসন আইন করে করে সন্তানকে বাবা মা থেকে পৃথক রাখে। জেলে কিংবা বাইরে কালোদের গুলি করে হত্যা করে। এর বিচার হয় না। এরা অন্যের মানবাধিকারের সনদ দেয়ে।
তিনি বলেন, আমাদের দেশের কিছু এনজিও ও ব্যক্তি আছে। যারা ভুল খবর বিশ্বে প্রচার করে থাকে। তাদের কারণে এসব ঘটেছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: