• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে বন্দুকধারীর গুলিতে  ৫জন নিহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪০ এএম
যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে
বন্দুকধারীর গুলিতে  ৫জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : এক বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য অঙ্গরাজ্য টেক্সাসের ক্লিভল্যান্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) রাতে শহরটির একটি বাড়িতে এই গুলির ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ বলছে, সন্দেহভাজন এক হামলাকারী এআর-১৫ রাইফেল থেকে একটি বাড়িতে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছে। স্থানীয় সময় আনুমানিক রাত ১১টা ৩১ মিনিটের দিকে এই হত্যাকাণ্ড ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফের অফিসের কর্মকর্তারা হিউস্টন থেকে প্রায় ৫৫ মাইল উত্তরে অবস্থিত ছোট শহর ক্লিভল্যান্ডে গুলির ঘটনার বিষয়ে একটি ফোন কল পান।

পুলিশ বলেছে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিতে নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এক শিশু ও দু’জন নারী রয়েছেন। মৃত ওই দুই নারীকে শয়নকক্ষে জীবিত দুই শিশুকে আগলে ধরে পড়ে থাকতে দেখা গেছে।

ক্লিভল্যান্ডের কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকান বংশোদ্ভূত এক ব্যক্তি এআর-১৫ রাইফেল নিয়ে গুলি চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন বলে ধারণা করছেন কর্মকর্তারা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে কমপক্ষে ১০ জনকে দেখতে পায়। এই ঘটনায় নিহতদের সবার বয়স আট থেকে ৪০ বছরের মধ্যে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image