
নিউজ ডেস্ক: আমেরিকার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার ঢাকায় পৌঁছেছেন। সোমবার (১৬ অক্টোবর ২০২৩) দুপুর ১২টার দিকে তিনি ঢাকায় আসেন। বিমানবন্দরের একটি সূত্র তার আসার তথ্য নিশ্চিত করেছে।
কূটনৈতিক সূত্র মতে, সোমবার তিনি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের সঙ্গে বৈঠক করবেন। পরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন আফরিন। বৈঠকগুলোতে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সমস্যাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
সূত্র মতে, আফরিন নির্বাচন ইস্যুতে বিশেষ কোনো বার্তা দিয়ে থাকতে পারেন। আশা করা হচ্ছে, তিনি রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার বিষয়ে ওয়াশিংটনের বার্তা পৌঁছে দেবেন।
এর আগে গত বছরের নভেম্বরে ঢাকা সফর করেছিলেন আফরিন আক্তার।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: