
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে আবারও বাড়ল জ্বালানির দাম। হাইস্পিড ডিজেলের দাম ২৮০ রুপি এবং পেট্রোলের দাম ২৭২ রুপি নির্ধারণ করা হয়েছে দেশটিতে।
অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানে বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে আবারও বাড়ানো হয়েছে পেট্রোল ও গ্যাসের দাম। আর নতুন করে মূল্য বৃদ্ধির পর দেশটিতে আকাশ ছুঁয়েছে অতিপ্রয়োজনীয় এসব জ্বালানির দাম।
অর্থনৈতিক দুরাবস্থা কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের কাছ থেকে ৬ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাওয়ার চেষ্টা করছে শাহবাজ সরকার। তবে আইএমএফ শর্ত দিয়েছে, ঋণ পেতে হলে বাড়াতে হবে জ্বালানির দাম। আর সেই শর্ত অনুযায়ী, নির্ধারণ করা হয়েছে এ নতুন দাম।
নতুন করে প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ২২ দশমিক ২০ রুপি। এতে এ জ্বালানির নতুন দাম দাঁড়িয়েছে ২৭২ রুপিতে। হাইস্পিড ডিজেলের দাম বাড়ানো হয়েছে ১৭ দশমিক ২০ রুপি। এতে নতুন দাম দাঁড়িয়েছে ২৮০ রুপির ঘরে। অপরদিকে লাইট ডিজেলের দাম ৯ দশমিক ৬৮ রুপি বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ রুপিতে। বেড়েছে কেরোসিনের দামও।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: