নিউজ ডেস্ক: সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মৃত্যুতে সম্মিলিত সামাজিক আন্দোলনের শোক প্রকাশ ।
সম্মিলিত সামাজিক আন্দোলন সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক শোক বিবৃতিতে দেশের খ্যাতিমান আবৃতি শিল্পী, ’৯০ এর দশকের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সংগঠক, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
বিবৃতিতে আরো বলা হয়, একজন নীতিনিষ্ট সমাজ সংগঠক হিসেবে হাসান আরিফ ছিলেন প্রগতিশীল কর্মীদের প্রিয় মানুষ। তার মৃত্যুতে সাংস্কৃতিক জাগরণের আন্দোলনে শুণ্যতা তৈরী করেছে। হাসান আরিফের শুণ্যতা সাংস্কৃতিক আন্দোলনে অপূরনীয় থাকবে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকার্ত পরিবার পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: