• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাম জোটের নতুন সমন্বয়ক প্রিন্স


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৩৯ পিএম
বাম জোটের নতুন সমন্বয়ক প্রিন্স
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স

নিউজ ডেস্ক : বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নির্বাচিত হওয়ার পর শুক্রবার থেকেই জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন প্রিন্স।

প্রিন্স জানান, সাধারণত তিন মাস পর জোটের সমন্বয়ক নির্বাচিত হন। তিনি বলেন, প্রতি তিন মাস পর জোটভুক্ত দলগুলো থেকে নতুন সমন্বয়ক নির্বাচন করা হয়। কোনো কোনোবার তা কিছুদিন দেরিও হয়।

গত ১ মে থেকে ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন।

জোটভুক্ত দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাসদ (মার্কসবাদী), ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) ও সমাজতান্ত্রিক আন্দোলন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image