নিউজ ডেস্ক: মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসাবে জেলার শ্রীমঙ্গল উপজেলার বরুনার হাওড় অঞ্চলের বানবাসী মানুষের মাঝে শুকনো খাবার ও বিভিন্ন উপকরণ বিতরণ করছেন । বন্যার শুরু থেকেই জেলাজুড়ে এই ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিবি।
শুক্রবার এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল ইয়াসীন চৌধুরী, বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোসেন প্রমুখ।
৪৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার বলেন, বর্ডার গার্ড বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা বানবাসী মানুষদের উদ্ধার করার কাজ করছি। পাশাপাশি যারা আটকা পড়ছেন তাদেরকে শুকনো খাবার দিচ্ছি। এর আগে কয়েক হাজার বানবাসী মানুষের মাঝে শুকনো খাবার তুলে দেন।
ঢাকানিউজ২৪.কম / এইচ
আপনার মতামত লিখুন: