• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফসল রক্ষা বাঁধ ভাঙ্গার অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৩৬ এএম
উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাবেক
১৭ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক:  নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর এলাকার ‘পেটনা ফসল রক্ষা বাঁধ’ ভেঙে দেওয়ার অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হক বাদি হয়ে  খালিয়াজুরী থানায় মামলাটি করেন।

মামলার বরাত দিয়ে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান,  জগন্নাথপুর গ্রামের লোকমান হেকিম ও একই গ্রামের  রেজাউল করীমসহ অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জন পেটনা ফসল রক্ষা বাঁধটি কেটে দেন বলে কৃষকরা অভিযোগ করেন। বাঁধটি কেটে দেওয়ায় প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

লোকমান হেকিম খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image