নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন যে, গত ৫ তারিখের গণঅভ্যুত্থানে সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। তিনি বলেন, "গতকালও আনসার বাহিনীর কিছু সদস্য গায়ের জোরে সচিবালয়ে ঢুকে পড়েছে এবং এ সময় হাসনাত আবদুল্লাহসহ অনেকে আহত হয়েছে।"
রোববার (২৬ আগস্ট) রাজধানীর সচিবালয়ে আনসার-শিক্ষার্থী সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে এসে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আহতদের দেখতে যান এবং জানান যে, হাসনাত আবদুল্লাহ বর্তমানে আশঙ্কামুক্ত। তিনি সতর্ক করে দিয়ে বলেন, "কেউ যদি কোনো অপতৎপরতা চালায়, তা সামলাতে হবে। নতুন দায়িত্ব নেওয়ার পর থেকেই সবাই দাবি-দাওয়া নিয়ে বের হয়েছে, তবে তাদের সময় দেওয়া উচিত।"
তিনি আরও বলেন, "কেউ যেন কোনো উস্কানিতে পা না দেয়।" প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণকে দায়িত্বশীল মন্তব্য হিসেবে উল্লেখ করে তিনি জাতীয় পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: