• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডিএমপির নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১০ পিএম
উপসচিব হারুন-অর-রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে
খন্দকার গোলাম ফারুক

নিউজ ডেস্ক:  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) খন্দকার গোলাম ফারুক। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

উপসচিব হারুন-অর-রশীদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আগামী ২৯ অক্টোবর থেকে এ আদেশ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের চাকরির মেয়াদ ২৯ অক্টোবর শেষ হচ্ছে। গত ১৯ অক্টোবর তার অবসর সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা খন্দকার গোলাম ফারুক ১৯৯৩ সালের ২০ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন । তার প্রথম কর্মস্থল ছিল বগুড়া এপিবিএন।

তিনি সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশের এ কর্মকর্তার বাড়ি টাঙ্গাইল জেলায়। ১৯৬৪ সালে ভূঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে জন্মগ্রহণ করেন খন্দকার গোলাম ফারুক।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image