• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইউক্রেনের ড্রোন ধ্বংসের দাবি মস্কোর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:১২ পিএম
মস্কোর
ইউক্রেনের ড্রোন ধ্বংস

 আন্তর্জাতিক ডেস্ক : আকাশসীমায় ঢুকে পড়া ইউক্রেনের একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে মস্কো। 

সোমবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের ড্রোনটি গত রোববার রাশিয়ার কিরেয়েভস্ক শহরের কেন্দ্রস্থলের আকাশে উড়ছিল। শহরটির অবস্থান ইউক্রেনের সীমান্ত থেকে ৪০০ কিলোমিটার ভেতরে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে বলা হয়েছে, ইউক্রেনীয় ড্রোনটি নামানোর পর বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পশ্চিমাদের সমালোচনায় বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনে পুতিনের ঘোষিত পরিকল্পনার পরিবর্তন হবে না।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কোর জানিয়েছেন, গতকাল স্লোভিয়ানস্ক শহরে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত দু’জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। রুশ বাহিনী শহরের কেন্দ্রে দুটি মিসাইল দিয়ে আঘাত হানে। এতে পাঁচটি উচ্চ ভবন এবং সাতটি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাজ্য জানিয়েছে, ইউক্রেনীয় সৈন্যরা ব্রিটিশ চ্যালেঞ্জার-২ ট্যাঙ্ক ব্যবহারের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তারা এখন ফ্রন্টলাইনে মোতায়েনের জন্য প্রস্তুত।

রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে গতকাল গাড়িবোমা হামলায় এক পুলিশপ্রধান আহত হয়েছেন। এ ঘটনায় কিয়েভকে দায়ী করে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশপ্রধান মিখাইল মস্কভিনের গাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image