
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আরজ আলী স্মৃতি রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার দুপুরে আরজ আলী স্মৃতি সংসদ ও এলাকাবাসীর আয়োজনে সুসং সরকারী মহাবিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।
মানববন্ধনে শহীদ বুদ্ধিজীবি আরজ আলী স্মৃতি সংসদের আহবায়ক সুসং সরকারী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আইযুব আলী,ওয়াজেদ আলী বিশ্বাস, আব্দুল জব্বার মুন্সী, প্রবীণ শিক্ষক হারাধন গোস্বামী, সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান জনি, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে নেত্রকোনা কলেজের দর্শনের প্রভাষক মো. আরজ আলী স্যারের অনেক অবদান রয়েছে একাত্তরের ১৩ আগস্ট পাকিস্তানি সেনারা কলেজের শিক্ষক হোস্টেল থেকে তাঁকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। এরপর পাক সেনারা ১৬ আগস্ট তাঁকে হত্যা তার মরদেহ নদীতে ফেলে দেয়।
স্বাধীনতার ৫০ বছরেও তারঁ স্মৃতি রক্ষায় তেমন কেনো উদ্যোগ নেয়া হয়নি। প্রশাসনিকভাবে প্রক্রিয়াধীন ১৯৭৩ সালে দুর্গাপুর পৌর শহরের ধান মহাল থেকে বিদ্যানিকেতন স্কুল পর্যন্ত শহীদ বুদ্ধিজীবী আরজ আলী সড়ক। কিন্ত বর্তমানে তা এখনো বাস্তবায়ন হয়নি। তাই অতি দ্রুত সে সড়কে রাষ্টীয় বিধি মোতাবেক নাম ফলকসহ পুন: স্থাপন ও বিরিশিরি বধ্যভূমি স্মৃতিন্তম্ভে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আরজ আলীর নাম লেখার জন্য জোরালো দাবী জানান বক্তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসানের নিকট জমা দেয়া হয়।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: