• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অবৈধ ফ্যাসিস্ট সরকারের এবং গুমের বিচার এদেশের মাটিতেই হবে- গণফোরাম


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ৩১ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:০৫ পিএম
গুমের বিচার এদেশের মাটিতেই হবে
গণফোরাম

নিউজ ডেস্ক : ৩০শে আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। ২০০৬ সালের ২০ ডিসেম্বর গুম হওয়া সব ব্যক্তির জন্য আন্তর্জাতিক সনদ হিসাবে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়্যারেন্স’ সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ঘোষণা করা হয়।

আজকের গুম প্রতিরোধ দিবসে পৃথিবীতে এবং বিশেষ ভাবে বাংলাদেশে অবৈধভাবে সরকারের ক্ষমতা স্থায়ী করতে গুমের শিকার সকল ব্যক্তিদের স্মরণে গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পদক সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আজ এক বিবৃতিতে তারা বলেন- বাংলাদেশের প্রতিটি গুম হওয়া নাগরিকের দায়ভার ক্ষমতা দখল করা অবৈধ ফ্যাসিস্ট সরকারের এবং গুমের বিচার এদশের মাটিতেই হবে। বিরোধী মত দমন করতে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে গুম করা মানবাধিকার লঙ্ঘন। নাগরিককে গুম করার চেয়ে নিকৃষ্ট কাজ আর হতে পারে না। পরিবার জানেইনা তার প্রিয়জন জীবিত নাকি মৃত! গুমের শিকার হওয়া ২জন ব্যক্তির সম্প্রতি জবানবন্ধীতে গোপন রাষ্ট্রীয় কারাগার ‘আয়নাঘর’ নামক বিভিষিকাময় টর্চারসেলের বর্ননা পাওয়া যায়। যার কোন ব্যখ্যা এখনো রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়নি। বিরোধীদলের নেতাকর্মী, সামাজিক আন্দোলনের কর্মী, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন অ্যাক্টিভিস্টরা সবসময় ভিত সন্ত্রস্ত হয়ে দিন যাপন করছে এই গুম আতঙ্কে।

তারা আরও বলেন- এই কর্তৃত্ববাদী দুঃশাসনের আমলে রাষ্ট্রে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা গণফোরাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সমুন্নত রেখে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে গুমমুক্ত সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image