• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:১৭ এএম
মোমেন
পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন

নিউজ ডেস্ক: ৫ দিন পর আবারও মিয়ানমার থেকে ছোঁড়া মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের বান্দরবান সীমান্তে। শনিবার বান্দরবানের তমব্রু সীমান্তের জনবসতিহীন পাহাড়ে মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে ছোঁড়া দুটি গোলা বিস্ফােরিত হয়। এ পরিস্থিতিতে সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয়রা জানায়, ৪০ ও ৪১ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে। এ অবস্থায় আতঙ্কে রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষ।
এর পরপরই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্ক রয়েছে বিজিবিসহ সব বাহিনী।

এই ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, "সব বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। মিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না"।

এর আগে, ২৮ আগস্ট নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুমপাড়ার জনবসতিপূর্ণ এলাকায় মিয়ানমারের দুটি মর্টার শেল পড়ে। তখনও সেদেশের রাষ্ট্রদূতকে সতর্ক করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image