• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

প্রাইমারি স্কুল এখনই খুলছে না 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১২ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:০২ পিএম
প্রাইমারি স্কুল এখনই খুলছে না 
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুরু হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়।

সোমবার সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সামগ্রিকভাবে এখন একটা অস্থিরতা তৈরি হয়েছে। আর বাচ্চারা খুব ছোট। অস্থিরতা যদি না কমে, সমস্যাগুলো থাকে, তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতে আগ্রহ বোধ করে না। সেজন্যই এ বিষয়টি ঠিক করে আমরা জানাবো।

বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে যেকোনো একটি দেশের জাতির জন্য একদম ভিত স্বরূপ। কারণ বাচ্চাদের শিক্ষাটা কিন্তু প্রথম জীবনে যা পড়ে সেটি কিন্তু ব্যক্তিত্বের ভিত গড়ে দেয়। কিন্তু খুব দুঃখজনক হলো, আমাদের দেশে বাস্তবে কিন্তু এটা এতটুকু কার্যকরী হয় না, যেমনটা করা উচিত তেমনটা করা হয় না। 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, মানের উন্নয়ন করা। প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা। যেন আমাদের শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং তারা অবদান রাখতে পারে।

তিনি বলেন, এক সময় আমাদের স্বাক্ষরতার হার খুব কম ছিল। একদিক দিয়ে অনেক উন্নতি হয়েছে, আমাদের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। ফলে সাক্ষরতার হার বেড়েছে। আমাদের শিশুরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমি আজকে এসেছি। সবার সঙ্গে বসবো। তারপর আমরা কর্মকৌশল ঠিক করব।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image