
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর ফরিদগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পানিতে পড়ে আব্দুর রহমান ও আব্দুল্যাহ নামে তিন বছর বয়সী যমজ দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামের কবিরাজ বাড়ীতে এই ঘটনা ঘটে। শিশু দুইটির পিতা জসিম উদ্দিন পেশায় একজন পল্লী চিকিৎসক।
যমজ দুই ভাইয়ের চাচাতো ভাই আকরাম জানান, তার ভাইয়ের দুই যমজ সন্তান তিন বছর বয়সী আব্দুর রহমান ও আব্দুল্যাহ সোমবার সকালে বাড়ির সামনে খেলছিল।
এসময় তাদের মা শারমিন আক্তার ঘরে রান্নার কাজ করছিল। খেলার সময় এক পর্যায়ে শিশু দুটি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর ওই বাড়ির একজন পানিতে দুই জোড়া জুতা ভাসতে দেখে তাদের দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
এব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ কামরুল হাসান জানান, শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।
ঢাকানিউজ২৪.কম / আমান উল্লাহ খাঁন ফারাবী/কেএন
আপনার মতামত লিখুন: