
বিনোদন ডেস্ক: নির্বাচন কমিশনার জানিয়েছেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেইসঙ্গে নির্বাচনে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নেয়া হয়েছে বেশকিছু পদক্ষেপ।
আগামী শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন নিয়ে সরগরম এখন এফডিসি প্রাঙ্গণ। নির্বাচন কমিশনার জানালেন, করোনা পরিস্থিতির জন্য মানা হবে সব ধরনের স্বাস্থ্যবিধি। এমনকি ভোটের দিন বন্ধ থাকবে খাবার পরিবেশনও।
মিশা-জায়েদ প্যানেলের আশা, বিজয়ের হ্যাট্রিক করে তৃতীয়বারের মত ক্ষমতায় আসবেন তারাই। অন্যদিকে, ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের দাবি, ভোটাররা পরিবর্তন চায়। তাই এবার জয়ী হবেন, তারাই।
ইসির সিদ্ধান্ত অনুসারে আগামী ২৬শে জানুয়ারির পর থেকে বন্ধ থাকবে সব ধরনের নির্বাচনি প্রচারণা। তাই শেষ সময়ের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে এফডিসি প্রাঙ্গণ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: