গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে মঙ্গলবার রাতে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবা মাদকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো মতিউর রহমান স্বাধীন, আরিফ চৌধুরী ও সাধন চন্দ্র সূত্রধর। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ইয়াবাসহ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার ওসি জাহাঙ্গীর আলম জানায়, মতিউর রহমান স্বাধীনের নামে এর আগেও ৪টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: