
গৌরীপুর প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে চারজনকে কারাদন্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ১২শগ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (৬ আগস্ট) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম শনিবার গৌরীপুরে পৃথক পৃথক অভিযান চালায়। অভিযানে ১২০০ গ্রাম গাঁজা সহ চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালতে এ দন্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে গৌরীপুর পৌর শহরের মুক্তমঞ্চ এলাকার মৃত কানাই চৌহানের ছেলে দিলীপ চৌহান (৩৮) ১মাস কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা, অচিন্তপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে তাজ উদ্দিন (৪৮) ১২ মাস কারাদন্ড ও ১৫০০ টাকা জরিমানা, মোবারকপুর গ্রামের জহুর আলীর ছেলে উজ্জল মিয়াকে ৯ মাস কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা, শাহগঞ্জ বাজারের আব্দুল হেকিমের ছেলে মোঃ ফেরদৌস (৩৫) কে ৯মাস কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, দন্ড প্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আলামত রেখে অবশিষ্ট মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মাদক নির্মূলের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকানিউজ২৪.কম / শফিকুল ইসলাম মিন্টু/কেএন
আপনার মতামত লিখুন: