
জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অটো চাপায় ৫ বছর বয়সের মুজাহিদ নামে এক শিশু নিহত হয়েছে। জানা যায়, সোমবার ( ২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে জাহাঙ্গীরপুর ইউনিয়নের যত্ন প্রকল্পের টাকা নিতে শিশুটির মা পারভীন আক্তার অটোবাইক যোগে শিশুটিকে নিয়ে জাহাঙ্গীপুরের সীডস্টোর চৌরাস্তা আসার পথে শিশুটি অটো থেকে পড়ে গিয়ে অটোর চাপায় গুরুতর আহত হয়।
তাৎক্ষনিক তাকে নান্দাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুটি নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের খানপাড়া গ্রামের আয়নাল মিয়ার পুত্র বলে জানা যায়। জাহাঙ্গীরপুরের রায়পাশা গ্রামের ঘাতক অটো চালক ইয়াসিন মিয়া(২০)কে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আটক করে জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটক রাখে।
নান্দাইল মডেল থানা ওসি মিজানুর রহমানের সাথে এ বিষয়ে কথা বললে তিনি ঘটনার বিষয় নিশ্চিত করেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানায়।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: