
নিউজ ডেস্ক: বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে গভীর রাতে পুলিশ ধরে নিয়ে যাওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের সিডিউল ঘোষণার আগে পুলিশের এমন ধরপাকড় সবাইকে অবাক করেছে বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকার চিকিৎসা করতে না দিয়ে তাকে মেরে ফেলতে চায়। এই সরকার দেশকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। জনগণের তীব্র আন্দোলনে এই সরকারের পতন হবে। সেদিন আর বেশি দূরে নাই।
তিনি বলেন, সরকার বিএনপির নেতা কর্মীদের গ্রেফতার করে এক তরফা নির্বাচন করতে চায়। তারা ১৪ ও ১৮ মতো আরও একবার একা নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। এবার সেটি আর হবে না। বিএনপি সরকারের সঙ্গে আলোচনা করতে চায় না।
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এটা মিথ্যা কথা। আমরা সব সময় নির্বাচন নিয়ে আলোচনা করতে রাজি যদি সেটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হয়। হাসিনা অধীনে নির্বাচন হবে না। এমন কথা বললেই বিএনপি আলোচনা যাবে। এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: