• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জয়ের ধারায় ফিরতে মাঠে নামছে বাংলাদেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫৬ এএম
জয়ের ধারায় ফিরতে মাঠে নামছে বাংলাদেশ
বাংলাদেশ মুখোমুখি হচ্ছে মালয়েশিয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ মুখোমুখি হচ্ছে মালয়েশিয়ার। কমনওয়েলথে মালয়েশিয়ার বিপক্ষে খেলা ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে এ ম্যাচে ভালো করতে মরিয়া নিগার সুলতানা জ্যোতির দল। আগের দুই ম্যাচ সকালে হলেও এই ম্যাচটি দুপুরে হওয়ায় উইকেটে কিছুটা পার্থক্য থাকতে পারে বলে মনে করেন বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।

সিলেটে থাইল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে এবারের এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু শুরুটা সুখের হলেও পরের ম্যাচেই হোঁচট খায় টাইগ্রেসবাহিনী। পাকিস্তানের কাছে হারে ৯ উইকেটে। এবার ঘুরে দাঁড়ানোর মিশনে 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে লতা, সালমারা। ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে।

এত দিন নারী এশিয়া কাপের ম্যাচগুলো হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ২ নম্বর মাঠে। মন্থর ও বাউন্সি উইকেটের জন্য এখানকার উইকেটের কড়া সমালোচনাও হয়েছে। তবে ষষ্ঠ দিন থেকে ম্যাচগুলো হবে ১ নম্বর মাঠে। বাংলাদেশ আগের দুটি ম্যাচই খেলেছে সকালে। পরের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি হবে দুপুর থেকে। তাই উইকেটে থাকতে পারে কিছুটা পার্থক্য।

নারী ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা বলেন, 'সকালে যখন আমরা খেলি তখন কিন্তু একটু বৃষ্টি থাকে, কুয়াশা থাকে। মাঠটা একটু ঘাসে ভরা থাকে। সে ক্ষেত্রে এ ম্যাচে যেহেতু আমরা দুপুরের পরে খেলব, তখন উইকেটে অবশ্যই কিছু পার্থক্য থাকবে। রোদ থাকবে। তো আশা করা যায়, উইকেট একটু ফ্ল্যাট হবে।'

কমনওয়েলথ গেমসে প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়াকে পেয়েছিল টাইগ্রেসরা। তাই দলটির বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে লতা, রুমানাদের। সেটা থেকেই আত্মবিশ্বাস খুঁজছেন মেঘলারা।

মেঘলা বলেন, 'মালয়েশিয়ার বিপক্ষে কমনওয়েলথ গেমসে আমরা মুখোমুখি হয়েছি। তো ওদের টিম সম্পর্কে আমাদের ধারণা আছে। আশা করি ফল ভালো হবে। হারজিত তো খেলায় থাকবেই, এটা নিয়ে নেগেটিভ কোনো কমেন্ট আমাদের ভেতরে নেই। পজিটিভ আছি, ইনশাআল্লাহ, নেক্সট ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।'

পাকিস্তানের বিপক্ষে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি সানজিদা আক্তার মেঘলা। পরের ম্যাচে পরিকল্পনা অনুযায়ী মাঠে এক্সিকিউট করতে চান এই বাঁহাতি স্পিনার। পরিকল্পনা ম্যাচ বাই ম্যাচ ভালো করার।

তিনি বলেন, 'গত ম্যাচে আমি আমার টিমের চাওয়া অনুযায়ী আশানুরূপ পারফরম্যান্স  করতে পারিনি। তাই এই নেক্সট ম্যাচগুলোতে আমার টার্গেট থাকবে নিজেকে উজাড় করে দিয়ে খেলতে পারি। আমি আমার বেসিক প্ল্যানিং অনুযায়ী বোলিং করব। প্রতিপক্ষ টিম যেই হোক, আমি যদি আমার বেসিক প্ল্যানিং অনুযায়ী বল করতে পারি, তাহলে অবশ্যই প্রতিপক্ষ টিমের জন্য এটা অন্যরকম কিছুই হবে।'

নারী এশিয়া কাপে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image