
মো. আবু জাফর সিদ্দিকী, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ধান ভাঙ্গানো মেশিনের ফিতায় জড়িয়ে আব্দুল কুদ্দুস নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়ন দুর্গাপুর বাজারে স্থানীয় আতাব্বের ধান ভাঙ্গানোর মিলে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস একই ইউনিয়নের সারুপাড়া গ্রামের জবির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ধান ভাঙ্গানো মিলের মেশিন চালক আব্দুল কুদ্দুস প্রতিদিনের মত ধান ভাঙ্গানোর কাজ করছিল। বিকেলে কাজ করার সময় অসাবধানতাবশত মিলের মেশিনের ফিতায় তার পড়নের লুঙ্গি পেঁচিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায় এবং একটা পা ভেঙে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে সেখানে অন্যরা মেশিনের সুইচ অফ করে তার মরদেহ উদ্ধার করে।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: