
নিউজ ডেস্ক: মনোয়ার হোসেন ডিপজল বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচনে 'শুধু শিল্পী সমিতি কেন, জীবনে আর কোনো নির্বাচনই করমু না।'
সম্প্রতি জানা যায়, জায়েদ খানের প্যানেলে নির্বাচন করতে যাচ্ছেন চলচ্চিত্রের জনপ্রিয় এই খল অভিনেতা। বিষয়টি নাকচ করে দিয়ে ডিপজল বলেন, 'আমি নির্বাচন করুম আর আমিই জানি না, এইডা কেমুন কথা? আমার সাথে কেউ কথা না কইয়া খবর প্রকাশ করে কিভাবে, আমার সাথে কথা কইলেই তো জিনিসটা দিনের মতও পরিস্কার হইতো।'
কেন নির্বাচন করবেন না? এর জবাবে ডিপজল বলেন, 'আমার শরীর ঠিক নাই। ওপেন হার্ট সার্জারি করছি, কয়দিন আগে চক্ষু অপারেশন করাইলাম। শরীর ফিট নাই ভাই। এখন আর নির্বাচনের চিন্তা করি না। শিল্পী সমিতি শুধু না, কোনো নির্বাচনই করবো না। ভাবছিলাম সংসদ নির্বাচন করবো, কিন্তু এখন আর কোনো পরিকল্পনা রাখি না। আমার শরীরটা ভালো না। ভালো হইলেও নির্বাচন করবো না। আমার জন্য দোয়া করবেন।'
তিনি জানান, এখন তার বিশ্রামে থাকা দরকার। তাই বিশ্রামে থাকতে চান তিনি। নাতি নাতনিদের নিয়ে খেলাদুলা করে জীবন কাটাতে চান। পাশাপাশি ভালো লাগলে দু একটি ছবিও করবেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: