• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ট্রেনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু, ২শিশু আহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৫৯ পিএম
ট্রেনের ছাদ থেকে পড়ে
শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :  ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে রাশেদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু, হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর মিন্টু কলেজ রেলগেট এলাকায় রেললাইনের উপর ঝুলে থাকা ইন্টারনেটের তারে লেগে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ মিয়া জামালপুর মেলান্দহ উপজেলার নাজির সোনাড় মিয়ার ছেলে। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ রেলগেট-সংলগ্ন এলাকায় যেতেই ট্রেনের ছাদ থেকে নিহত রাশেদ মিয়াসহ আরও ৮ থেকে ১০ বছর বয়সী দুই শিশু পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাশেদ মিয়া ট্রেনে কাটা পড়ে মারা যান।

তবে শিশু দুটি অক্ষত অবস্থায় থাকলেও একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। দুই শিশুর সাথে রাশেদ মিয়ার আত্মীয়তার সম্পর্ক আছে কি না, বিষয়টি জানতে পারিনি।

এসআই আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকানিউজ২৪.কম / মো. নজরুল ইসলাম/কেএন

আরো পড়ুন

banner image
banner image