
নিউজ ডেস্ক: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের উপস্থিতির বিষয়ে অভিযোগ করেছে বিএনপির কেন্দ্রীয় নেতারা।
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, তাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। হয়রানির শিকার হচ্ছে সাধারণ জনগণ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। এছাড়া কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পথে ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপির অভিযোগ, সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে অনেককে। এমন খবর শুনে তাৎক্ষণিক রাতেই নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে যান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।
এদিকে রুহুল কবির রিজভী বলেন, ডিবি পুলিশ পদযাত্রা শেষ হওয়ার আগে বিএনপি কার্যালয়ের নিচে অবস্থান নেয়। সংবাদ সম্মেলনের পর নেতা-কর্মীরা বের হওয়ার সময় আটক করে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বিএনপির দুই সিনিয়র নেতার উপস্থিতিতে অন্যরা নিরাপদে কার্যালয় ছাড়েন বলে জানা গেছে।
আটকের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদসহ ৫ জন রয়েছেন। পরে মধ্যরাতে জাহিদুলকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে দলটি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে এই আইনশৃঙ্খলা বাহিনী তাদের নেতা-কর্মীদের পেছনে লেগে আছে। তিনি বলেন, শনিবার শান্তিপূর্ণভাবে বড় একটি পদযাত্রা কর্মসূচি হয়েছে। সেখানে তো কোনো ঘটনা ঘটেনি।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: