• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্রীমঙ্গলে বাংলাদেশ—ভারত মৈত্রী সাংস্কৃতিক উৎসব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৭ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:২৮ পিএম
শ্রীমঙ্গলে
বাংলাদেশ—ভারত মৈত্রী সাংস্কৃতিক উৎসব

মো: জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে দুই বাংলার শিল্পীদের অংশগ্রহনে বাংলাদেশ—ভারত মৈত্রী সাংস্কৃতিক উৎসব ২০২৩ । 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায়  মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শ্রীমঙ্গল মহসীন অডিটরিয়ামে শত প্রদীপ প্রজ্জ্বলন করে মৈত্রী উৎসবের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

মৈত্রী উৎসবের আহব্বায়ক প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রভাশু সোমমহান, শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার সুর্দশন রায়, বিএমএ শ্রীমঙ্গল এর সভাপতি ডা: হরিপদ রায়, বিশিষ্ট চিকিৎসক ডা: সত্যকাম চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান, ওয়াটার লিটি রিসোর্টের সত্যাধিকারী আজিজুর রহমান চৌধুরী, সংগীত শিল্পী আরমান খান, কলকাতার শিল্পী জোৎসনা মন্ডল, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, অধ্যাপক অবিনাশ আচার্য্য, শিক্ষক জহর তরফদার,মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিম, লালতীর সীড এর বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তী, জাসদ শ্রীমঙ্গল এর সভাপতি হাজী এলেমান কবির, সাংস্কৃতিজন দেবাশীষ চৌধুরী রাজা, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত শুভ্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক কামরুল হাসান দোলন, সাংবাদিক শামীম আক্তার হোসেন আরটিভির এর মৌলভীবাজার প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, বৈশাখী টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে ও এখন টিভির মৌলভীবাজার প্রতিনিধি এম এ হামিদ ও এশিয়ান টেলিভিশনের এস কে দাশ সুমন। 

উদ্বোধনের পর রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত দুই বাংলার প্রখ্যাত সংগীত শিল্পীদের পরিবেশনায় একের পর এক মনোমুগ্ধকর সংগীত উপভোগ করেন দর্শকরা।

মৈত্রী উৎসবে সংগীত পরিবেশন করেন সংগীত সুরকার জিএস এর জিএম আরমান খান, লাভলী সিনহা, সান্তনা ভট্টাচার্য্য, তারেক ইকবার চৌধুরী, ইমন দেব চৌধুরী, ভারতের শিল্পী জোৎসনা মন্ডল, অর্পিতা ঘোষ, দীপক মাইতি, সোমদত্তা মন্ডল ও রীতা বনিককে সম্মাননা দেয়া হয়।

ভারতের থেকে আগত অর্পিতা  ঘোষের আবৃত্তিতে ফুটে তুলেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ও ভাষা শহীদদের আত্নত্যাগের করুণ ইতিহাত বাংলার এমন সুরলা কন্ঠে আবৃত্তিতে পুরো হল জুড়ে নীরবতা বয়ে আনে। অসাধারণ এক আবৃত্তি ছিলো।  

এ সময় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মৈত্রী উৎসবে অংশগ্রহন করা শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image