
নিউজ ডেস্ক : বনানীতে ১২তলা বিশিষ্ট এআর টাওয়ারের ৫ম তলায় আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।বুধবার (১৯ এপ্রিল) ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি জানান, ভোর ৫টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৫টা ১৮ মিনিটে ঘটনাস্থলে ৩টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এরশাদ হোসেন আরও বলেন, ইউনিট তিনটির চেষ্টায় সকাল ৬টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর সকাল ৭টা ৭ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১টার দিকে চট্টগ্রামের চাক্তাই বাকলিয়া থানাধীন রাজাখালি এলাকায় জনতা কোল্ড স্টোরেজ গোডাউনে অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে ভবনটি ধসে পড়ে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের লাগোয়া লেদা রোহিঙ্গা ক্যাম্পের একটি অংশে আগুন লাগে। খবর পেয়ে টেকনাফ ও উখিয়া থেকে আসা ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আগুনে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটা অংশের তিনটি লার্নিং সেন্টারসহ অর্ধশতাধিক রোহিঙ্গা বসতি সম্পূর্ণ পুড়ে গেছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: