• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সরকার সাড়ে ১২ হাজার মেট্রিক টন ভারত থেকে চিনি কিনবে 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৪৬ পিএম
সরকার সাড়ে ১২ হাজার মেট্রিক টন
ভারত থেকে চিনি কিনবে 

নিউজ ডেস্ক : ভারতের ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কিনবে সরকার। কিনতে মোট খরচ হবে ৭০ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা। বুধবার (১১ জানুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের চিনি কেনার একটি প্রস্তাব পাস হয়েছে। টিসিবির মাধ্যমে ভারত থেকে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনা হবে। এতে মোট খরচ হবে ৭০ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা। প্রতি কেজির দাম পড়বে ৯৮ দশমিক ৩৯ টাকা।

অতিরিক্ত সচিব আরও বলেন, শিল্প মন্ত্রণালয়ের ইউরিয়া সার কেনা সংক্রান্ত দুইটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ২০২২-২৩ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুয়েল ইউরিয়া সার আমদানির প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট খরচ হবে ১৫০ কোটি ৮ লাখ ৪ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৭০ মার্কিন ডলার। যার আগের মূল্য ছিল ৪৮০ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে সৌদি আরব থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে। এতে মোট খরচ হবে ১৪৯ কোটি ৩৬ লাখ ১৩ হাজার টাকা। এক্ষেত্রে প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৭০ মার্কিন ডলার। আগের মূল্য ছিল ৫৫১ দশমিক ৬৭ মার্কিন ডলার। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image