
ইসরায়েল কর্তৃক গাজায় একটি হাসপাতালে বোমা হামলা চালিয়ে মানুষ ও শিশুদের হত্যা করতে দেখেছি আমরা বলে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী-শিশুসহ নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। বিশ্ব নেতাদের প্রতি যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে আহ্বান জানাচ্ছি। যুদ্ধ এবং অস্ত্র প্রতিযোগিতা কখনোই মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। অস্ত্র প্রতিযোগিতার অর্থ সারাবিশ্বের শিশুদের কল্যাণে ব্যয় করা হোক।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে ‘শেখ রাসেল পদক-২০২৩’ ও ‘স্মার্ট বাংলাদেশ পদক-২০২৩’ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আবেগাপ্লুত কন্ঠে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের বন্দিখানা থেকে আমার ছোট ভাই রাসেল সেনা সদস্যদের প্যারেড দেখেছে। গ্রামে গিয়ে বাচ্চাদের নিয়ে সে প্যারেড করতো। বাচ্চাদের পুরস্কারও দিতো। তার স্বপ্ন ছিল বড় হয়ে আর্মি অফিসার হবে। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। আর কাউকে যেন এভাবে অকালে জীবন দিতে না হয়। আর একটা ফুলও যেন না ফুটতেই ঝরে না পড়ে। সেটাই আমার কামনা।
প্রধানমন্ত্রী বলেন, আজ সারাবিশ্বে যে যুদ্ধ চলছে, ফিলিস্তিনে নারী-শিশু মারা যাচ্ছে, ইসরাইলেও মারা গেছে। বিশ্ব নেতাদের বলবো-যুদ্ধ বন্ধ করুন, অস্ত্র প্রতিযোগিত বন্ধ করুন। যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু আর নারীরা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ভয়াবহতা দেখেছি, রাস্তায় রাস্তায় মানুষের লাশ পড়ে ছিল।
শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমরা বাবা-মার কথা শুনবে। ঠিকমতো লেখাপড়া করবে। লেখাপড়া ছাড়া মানুষ বড় হতে পারে না। আমাদের ছেলে-মেয়েদের মধ্যে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার আকাঙ্ক্ষা থাকবে। তারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সরকার দেশের উন্নয়নের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা হবে। আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের দক্ষ সৈনিক হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি সচিব মো. শামসুল আরেফিন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শরাফত, সাংগঠনিক সচিব ফরিদউদ্দিন আহমেদ রতন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: