
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো নারী প্রেসিডেন্টের চেয়ারে বসতে যাচ্ছেন। তবে মাত্র ১ ঘণ্টা ২৫ মিনিটের জন্য। ঘটনাটা অদ্ভুত মনে হলেও সেটাই ঘটতে যাচ্ছে বাস্তবে। ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিস এই দায়িত্ব গ্রহণ করবেন।
শনিবার প্রেসিডেন্ট জো বাইডেন চিকিৎসার জন্য চেতনা নাশক গ্রহণ করবেন। এ সময় কমলা হ্যারিস বাইডেনের সকল দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সময় সকাল ১০ টা বেজে ১০ মিনিটে এই দায়িত্ব থেকে সরে যাবেন প্রেসিডেন্ট বাইডেন। এরপর সকাল ১১টা ৩৫ মিনিটে প্রেসিডেন্টের জ্ঞান ফিরলে তিনি আবার দায়িত্বে বহাল হবেন।
হোয়াইট হাউজের এক প্রেস ব্রিফিং এ কথা বলা হয়। বিষয়টি মার্কিন কংগ্রেসে চিঠি দিয়ে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে পৌঁছেছেন বাইডেন। এখানেই তাঁর কোলোনোস্কপি হবে।
একজন ভাইস প্রেসিডেন্টের জন্য রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ করা রুটিন কাজ।
এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় থাকাকালে ২০১৯ সালে গোপনে কোলোনোস্কপি করিয়েছেন একই মেডিকেল সেন্টারে। তাঁর সাবেক প্রেস সেক্রেটারি স্টিফানি গ্রিশাম এ দাবি করেছেন। তবে ট্রাম্প কিন্তু তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেননি।
সূত্র.এনডিটিভি
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: