• ঢাকা
  • রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সুইডেনেও শনাক্ত হলো এমপক্স ভাইরাস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৬ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৩৫ এএম
সুইডেনেও শনাক্ত হলো
এমপক্স ভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক : এ প্রথম সুইডেনে আফ্রিকা মহাদেশের বাইরে শনাক্ত হয়েছে এমপক্স নামে একটি সংক্রামক রোগ। দেশটির জনস্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার (১৫ আগস্ট) এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা  জানায়, বিশ্বে সর্বপ্রথম আফ্রিকাতে রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরপর সুইডেনে প্রথমবারের মতো এ রোগে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি। তবে এটি আফ্রিকার এমপক্স থেকে ভিন্ন এবং বেশি মারাত্মক।

খবরে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আফ্রিকার কিছু অংশে এমপক্সের প্রাদুর্ভাবের জন্য বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে। এর কয়েক ঘণ্টা পরই সুইডেনে সংক্রামক এ রোগটি শনাক্ত হয়।

জানা যায়, সুইডেনে এমপক্সে আক্রান্ত হওয়া ওই ব্যক্তি সম্প্রতি আফ্রিকা গিয়েছিলেন। তিনি সেখানে থেকেছেন। তবে, তিনি আফ্রিকার ঠিক কোন দেশে থেকেছেন তা এখনও স্পষ্ট নয়।
 
বিশ্বে সর্বপ্রথম আফ্রিকা মহাদেশের কঙ্গোতে এমপক্সের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর ভাইরাসটি প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ে। কঙ্গোতে এ ভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাবে অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়েছে। এটি এক সময় মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল।
 
এমপক্স আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে এটি ছড়ায়। এটি যৌনতা, ত্বকের সংস্পর্শ, কথা বলা বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমেও ছড়াতে পারে। এতে ফ্লুর মতো উপসর্গের পাশাপাশি ক্ষত সৃষ্টি হয়। অনেক সময় এর প্রভাব সামান্য দেখা গেলেও মৃত্যু পর্যন্ত হতে পারে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কঙ্গোতে এমপক্সে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭০০ জন। বুধবার (১৪ আগস্ট) ডব্লিউএইচও জানায়, এখন পর্যন্ত আফ্রিকার ১৩টি দেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে এবং এর নতুন ধরনটি আরও দ্রুত ছড়িয়ে পড়ছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image