
ডেস্ক রিপোর্টার: মহামারি করোনাভাইরাস সংক্রমণে আবারও অর্ধেক জনবল দিয়ে সরকারি-বেসরকারি অফিস চলছে। এছাড়া সারাদেশের নিম্ন আদালতেও কাজ চলছে অর্ধেক জনবলে।
সোমবার সকাল থেকে অর্ধেক জনবল নিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা হচ্ছে। তবে যারা অফিসে যাবেন না এমন কর্মকর্তা-কর্মচারীদের নিজ কর্মস্থলেই অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে এলাকা ত্যাগ না করারও নির্দেশনা দেয়া হয়েছে।
৬ই ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে নিম্ন আদালতের কার্যক্রম অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী দিয়ে চলবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সকালে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: