
বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুর বিরামপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাংলাদেশের ৫০ বছর পূর্তি উৎসব পালন করা হয়েছে। ১৫ জানুয়ারি শনিবার উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে উৎসবের সূচনা হয়। উপজেলা অডিটরিয়ামে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ওয়ার্ল্ড ভিশন বিরামপুর এপি ম্যানেজার নরেশ মারান্ডির সভাপতিত্বে আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার,সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, অধ্যক্ষ শিশির কুমার সরকার, থানার ওসি সুমন কুমার মহন্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র প্রভাষক মশিহুর রহমান, উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক এনামুল হক সহ প্রমূখ গণ উপস্থিত ছিলেন।।
ঢাকানিউজ২৪.কম / রেজওয়ান আলী/কেএন
আপনার মতামত লিখুন: