
দুর্গাপুর প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়ার ব্যবস্থাপনায় উপজেলার ঝানজাইল উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ফ্রী মেডিক্যাল ক্যাম্প, ত্রাণ বিতরণ ও বিশুদ্ধকরণ পানি সাপ্লাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বুধবার।
এ সময় এরিয়া কমান্ডার ঘাটাইল মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া এবং টাস্ক ফোর্স গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুর রহমান,৭৭ পদাতিক মেজর মোঃ রিফাত আহমদ ভুইয়া, এডিএমএস মেডিকেল ব্র্যাঞ্চ কর্নেল শহিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শামীম, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, কাকৈরগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিব্বির আহাম্মদ তালুকদার বাচ্ছু সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী বলেন, দেশের প্রায় সকল জেলা বন্যায় কম বেশি ক্ষতিগ্রস্ত হলেও কিছু কিছু এলাকা নিদারুণভাবে আক্রান্ত হয়েছে। নেত্রকোনার খালিয়াজুরী, বারহাট্টা, মোহনগঞ্জ, কলমাকান্দার পাশাপাশি দুর্গাপুর উপজেলায় প্রায় ১,৫৫,৬৭০ জন মানুষ বন্যায় দুর্দশাগ্রস্ত এবং সেখানকার প্রায় ৩,৬২০টি পরিবার সাময়িকভাবে গৃহহীন হয়ে পড়েছে। সকলেই বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগীতা করবেন, যেন আমরা আমাদের মহান দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।
ঢাকানিউজ২৪.কম / সাহাদাত হোসেন কাজল/কেএন
আপনার মতামত লিখুন: