
নিউজ ডেস্ক: রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (রাওয়া) সকাল ১০:০০টায় রাওয়া’র এ্যাংকর হলে তৎকালীন বিডিআর বিদ্রোহে শহিদ সেনা কর্মকর্তাদের স্মরণে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। এছাড়াও রাওয়া’র উদ্যোগে বনানী সামরিক কবরস্থানে
একইদিন সকাল ১১:৩০টায় শহিদ সেনা কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনা বাহিনী প্রধান ও রাওয়ার প্রধান পৃরিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (রাওয়া) সকাল ১০:০০টায় রাওয়া’র এ্যাংকর হলে তৎকালীন বিডিআর বিদ্রোহে শহিদ সেনা কর্মকর্তাদের স্মরণে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। ষ্ঠপোষক জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি, রাওয়া চেয়ারম্যান মেজর জেনারেল আলাউদ্দিন মোহাম্মদ আবদুল ওয়াদুদ, বিপি, এনডিসি, পিএসসি (অব.), রাওয়া সেক্রেটারি জেনারেল লে: কর্নেল কামরুল ইসলাম, পিএসসি (অব.), রাওয়া ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, এমবিএ, পিএসসি, পিএইডি (ফেলো) (অব:), রাওয়া ভাইস চেয়ারম্যান কমোডর মো: খুরশীদ মালিক (ই), এনইউপি, এনডিসি, পিএসসি, বিএন (অব.), রাওয়া ভাইস চেয়ারম্যান এয়ার কমোডর আনিসুর রহমান, ওএসপি, এডবিউসি, পিএসসি (অব.)-সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ, রাওয়ার সাধারণ সদস্যবৃন্দ এবং বিডিআর বিদ্রোহে শহিদ ৫৭ সেনা কর্মকর্তাদের পরিবাররর্গ।|
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: