• ঢাকা
  • বুধবার, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শিবপুরে মোল্লা ফাউ‌ন্ডেশ‌নের অর্থায়নে ৭৫০টি পরিবারে ত্রাণ বিতরণ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০২ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০২:৪৭ পিএম
চাউল, যাতায়াত ভাড়া ও মাস্ক বিতরণ করে
বিতরণী অনুষ্ঠান

বোরহান মেহেদী, নরসিংদী প্রতিনিধি : ম‌জিদ মোল্লা ফাউ‌ন্ডেশ‌নের অর্থায়নে নর‌সিংদী জেলা ব‌্যাপী চাউল, যাতায়াত ভাড়া ও মাস্ক বিতরণ কর্মসূচীর আওতায় শিবপুর উপ‌জেলায় ত্রান  সামগ্রী বিতরন করা হ‌য়ে‌ছে। ১ অ‌ক্টোবর শুক্রবার সকা‌লে ম‌জিদ মোল্লা ফাউ‌ন্ডেশ‌নের চেয়ারম‌্যান আব্দুল কা‌দির মোল্লার অর্থায়নে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ কা‌বিরুল ইসলাম খাঁন।

প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন শিবপুর  উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি ও উপ‌জেলা পরিষদ চেয়ারম‌্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান । বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন শিবপুর উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক ও আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রা‌খিল ।

আরো উপস্থিত ছি‌লেন শিবপুর উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষক প‌রিবার স‌মি‌তির সভাপ‌তি ও মোহর পাড়া উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মিয়া জাহাঙ্গীর ক‌বির, সাধারণ সম্পাদক ও নোয়াদিয়া কে এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তা‌লেব ভুইয়া, প্রধান শিক্ষক ও দুলালপুর ইউনিয়নের সমন্বয়কারী কাদির মির্জা, শিবপুর পৌর আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক ফারুক খান, উপ‌জেলা আওয়ামী লী‌গের দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পার‌ভেজ, জেলা আওয়ামী যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ইফ‌তেখার উ‌দ্দিন খান নিপুন প্রমুখ।

ম‌জিদ মোল্লা ফাউ‌ন্ডেশ‌নের ত্রাণ সামগ্রী হি‌সেবে ২৫ কে‌জি চাউল, ২০০ শত টাকা ও ৪‌টি মাস্ক, উপজেলার ৯টি ইউনিয়ন, শিবপুর পৌর সভার ৭৫০ টি প‌রিবা‌রের ম‌ধ্যে এই সামগ্রী  ‌বিতরণ করা হয়।

 

ঢাকানিউজ২৪.কম / বোরহান মেহেদী

আরো পড়ুন

banner image
banner image