• ঢাকা
  • শনিবার, ৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

৭ উইকেটে সায়াজরুলের বিশ্বরেকর্ড


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২৪ পিএম
৭ উইকেটে
সায়াজরুলের বিশ্বরেকর্ড

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে চমক দেখালেন সায়াজরুল ইজাত ইদ্রাস। তার বয়স ৩২ হয়েছে। তবুও দমে যাননি তিনি। বল হাতে একে একে তুলে নিলেন প্রতিপক্ষের ৭টি উইকেট। তাতে নাম উঠেছে বিশ্বরেকর্ডে। খবর ইএসপিএনক্রিকইনফো।

বুধবার (২৬ জুলাই) ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ‘বি’ অঞ্চলের বাছাইপর্বে মুখোমুখি হয় চীন ও মালয়েশিয়া। উদ্বোধনী এই ম্যাচে ৮ উইকেটের জয় পায় মালয়েশিয়া। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১১.২ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ২৩ রান সংগ্রহ করে চীন। জবাবে ৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মালয়েশিয়া।

ম্যাচটিতে জয়ের মূল নায়ক সায়াজরুল। তিনি তুলে নিয়েছেন ৭ উইকেট। ৪ ওভার বল করে মাত্র ৮ রান ও একটি মেডেন ওভার দিয়ে ৭ উইকেট সংগ্রহ করেন তিনি। আর প্রতিটি উইকেট তিনি নিয়েছেন সরাসরি বোল্ড করে। যেখানে ৫ জন ব্যাটসম্যান আউট হয়েছেন ০ রানে। বাকি দুজনের একজন করেছেন ৭ রান ও অপরজন ৩ রান।

চমক দেখানো এমন বোলিংয়ের পরে বিষয়টি সঙ্গে সঙ্গে ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়ে। নেট দুনিয়ায়ও ব্যাপক ভাইরাল টপিকে পরিণত হয়েছে সায়াজরুলের ৭ উইকেট নেয়ার ঘটনা। অবশ্য সেটিই স্বাভাবিক। তার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন র্কীতি গড়তে পারেননি কেউ। 

এর আগে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার ছিল নাইজেরিয়ার ক্রিকেটার পিটার আহোর দখলে। ২০২১ সালে তিনি সিয়েরা লিওনের বিরুদ্ধে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন। এছাড়া ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন ভারতীয় বোলার দ্বীপক চাহার। এই মুহূর্তে সবার রেকর্ড ভেঙে শীর্ষে নাম লেখালেন সায়াজরুল। 
 
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। এই মুহূর্তে চলছে বাছাইপর্বের খেলা। 

এশিয়া ‘বি’ অঞ্চলের বাছাইপর্বের বিজয়ীরা নভেম্বরে নেপালে অনুষ্ঠিত এশিয়া আঞ্চলিক ফাইনালে খেলবে। সেখান থেকে দুটি শীর্ষ দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image