
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নব-নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত সদস্য ও আওয়ামীলীগের নেত্রীবৃন্দ ও স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়াম হলরুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান, সাবেক এমপি এ্যাডভোকেট সফুরা বেগম রুমি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন, খতিব উদ্দিন, এ্যাডভোকেট মশিউর রহমান, শফিকুল ইসলাম মন্ডল ও ইউপি সদস্য আব্দুল হামিদ প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: