কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ হিমেলের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে করিমগঞ্জ ও মিঠামইন হাওরের হাসানপুর ব্রিজের পাশ থেকেই তার লাশ উদ্ধার করা হয়।সূত্র জানায়, বুধবার (১৩ জুলাই) ঈদ উপলক্ষে হিমেল তার পিতা-মাতা ও ছোট ভাইয়ের সাথে হাওরে ঘুরতে গিয়েছিলো।
সন্ধ্যার দিকে করিমগঞ্জ ও মিঠামইন হাওরের হাসানপুর ব্রিজের নিচে দুই ভাই গোসল করতে পানিতে নামে। দুই ভাই পানিতে গোসল করতে ডুব দিলে পানির প্রবল স্রোতে হিমেল তলিয়ে যায়।
নিখোঁজের ১৬ ঘন্টা পর হাসানপুর ব্রিজের পাশেই হিমেলের লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।
করিমগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন জানান, হাসানপুর ব্রিজের করিমগঞ্জ সীমান্ত থেকে হিমেলের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকানিউজ২৪.কম / বিজয়কর রতন/কেএন
আপনার মতামত লিখুন: