
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে ১৪০ বোতল ফেনসিডিলসহ একরামুল হক (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার ( ১৭ জানুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম রসূল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, চন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত একরামুল হক উপজেলার খামার ভাতি এলাকার নুরবক্তের ছেলে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উজেলার খামার ভাতি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে আটক করলে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) গোলাম রসূল বলেন, আটককৃত একরামুল হকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / নুরনবী সরকার/কেএন
আপনার মতামত লিখুন: